Stay tuned for the announcement of ticket availability
প্রাক্তন ছাত্রীদের মিলনমেলা,
হাসি- আড্ডা-গানে- আনন্দে কাটবে একটি দিন। পুরোনো সেই দিনের কথা রমন্থনে নতুন স্মৃতি গড়বো
সবে থাকবে অমলিন,
এসো মিলি প্রাণের টানে স্কুল আঙিনায় ঈদের তৃতীয় দিন।
১.প্রতিটি টিকিট শুধুমাত্র একজন ব্যক্তির জন্য প্রযোজ্য।
২. গেট দুপুর ১০:০০ টায় খুলবে এবং সন্ধ্যা ৫:০০ টায় বন্ধ হবে।
৩. ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। বিদ্যালয় বা অনুষ্ঠানস্থল অপরিষ্কার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪.অস্ত্র এবং অন্যান্য নিষিদ্ধ সামগ্রী ভেন্যুর ভেতরে বা আশপাশে আনা কঠোরভাবে নিষিদ্ধ।
৬. প্রত্যেক প্রাক্তন শিক্ষার্থী তার সাথে একজনের বেশি অতিথি নিয়ে আসতে পারবেন না।
৭. অতিথির জন্য ন্যূনতম বয়সসীমা ৮ বছর নির্ধারিত।তবে ২ বছরের বেশি বয়সী শিশুদের জন্য নির্ধারিত মূল্য প্রযোজ্য হবে।
৮. টিকিটধারীদের হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ব্যক্তিগত সামগ্রী বা সম্পত্তির জন্য আয়োজক কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
৯. সকাল ১১:০০ টার মধ্যে সকল অংশগ্রহণকারীকে নিজ নিজ প্রতিনিধির কাছ থেকে টিকিট ও গিফট সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের পর টিকিট বা গিফট সংগ্রহের আর কোনো সুযোগ থাকবে না।
১০. একটি টিকিট একাধিকবার ব্যবহারযোগ্য নয়।
১১. কোনো ব্যক্তি নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করলে বা অনুষ্ঠানে বিশৃঙ্খলা করলে আয়োজক কর্তৃপক্ষ তাকে প্রবেশে বাধা দিতে বা অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়ার অধিকার সংরক্ষণ করে।
১২. আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো সময় নিরাপত্তা তল্লাশি করা হতে পারে।
১৩. Ticket Tomorrow শুধুমাত্র টিকিট বিক্রির অংশীদার। ইভেন্ট বাতিল, স্থগিত বা অন্য কোনো পরিবর্তনের জন্য তারা দায়ী নয়।