Kalboishakhi Bagdhara Solo Concert

  • Concert
  • Khulna
  • Zela Shilpokola Academy
  • Happening on: 14 May, 2025
  • Wednesday
  • Starts at: 03:00 PM
  • By Khulna Youth Classicists
  • Age Group: 10 +

    Tickets aren’t live yet!

    Stay tuned for the announcement of ticket availability

    Event Summary

    কালবৈশাখী' একটি ঝড়ের আভাস। এই কালবৈশাখীতে উঠবে একটি সুরের ঝড়, এক আনন্দের ঝড়, এক আড্ডার ঝড় এবং এই ঝড়ে মেতে থাকবে বাগধারা এবং বাগধারা'র শ্রোতাবন্ধুরা। বাগধারা'র গান যারা শুনেছেন তাদের মনে বাগধারা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে আপনার মনের যেকোনো প্রশ্ন আপনি প্রাণ খুলে করতে পারবেন এই কনসার্টে, যেখানে বাগধারার মেম্বার এবং শ্রোতাদের মধ্যে কোন দ্রুত থাকবেনা। একক কনসার্টের আয়োজন করার মূল কারণ হলো যাতে করে আপনারা আমাদের আরাম করে শুনতে পারেন আমরাও আপনাদের মনোযোগ সহকারে শুনতে পারি। এই কালবৈশাখী একটি ৮/১০টা ব্যান্ড নিয়ে আয়োজিত কনসার্ট নয়। এইখানে কোন তাড়াহুড়ো নেই, কোন বাধা নেই, সময়ের কোন বাধ্যবাধকতা নেই। আমরা খুলনায় এর আগেও অনেকগুলো কনসার্ট করেছি বিভিন্ন সময় আপনারা বিভিন্ন গান শুনতে চেয়েছেন কিন্তু সময়ের অভাবে আমরা করে পারিনি, তবে এবার এমনটি হওয়ার কোন সুযোগ নেই আমরা আমাদের সব গানগুলো আপনাদের শোনাবো, গানের পেছনের গল্প শোনাবো, আড্ডা দিয়ে গান শোনানোর মতোই একটি আয়োজন এটি। প্রসঙ্গত কারণে যদি আমাদের চট্টগ্রামে আয়োজিত একক কনসার্ট 'শৈত্যপ্রবাহ' নিয়ে যদি বলি তাহলে ব্যাপারটি আরো সহজ হয়। শৈত্যপ্রবাহ এরকমই একটি আয়োজন ছিলো যা ছিলো শ্রোতা এবং ব্যান্ডের একান্ত একটি সময়। আমরা আমাদের এই একক কনসার্টটি বাংলাদেশের প্রতিটি বিভাগে আয়োজন করবো তবে চট্টগ্রামের পর খুলনায় আয়োজন করার কারণ অবশ্যই আপনারা বুঝতে পারছেন কারণ খুলনায় আমরা এক অদ্ভুত ভালোবাসা পেয়েছি তার জন্যে আপনাদের যদি প্রাণ খুলে গান শোনাতে না পারি আমাদের মন ভরবে না। আমরা কথা দিচ্ছি এই কনসার্ট আপনাদের জীবনে দেখা সেরা কনসার্টগুলোর একটি হতে যাচ্ছে। আশা রাখছি আমরা আপনাদের ভালোবাসায় সাকসেসফুলি কনসার্টটি শেষ করতে পারবো। খুব শীগ্রই আমাদের দেখা হচ্ছে।


    তোমরা যারা খুলনার আছো তারা সকলেই জানো শিল্পকলায় আসন সংখ্যা খুবই সীমিত এবং আসন সংখ্যার বেশি একটি টিকেটও আমরা বিক্রি করবোনা কারণ আমরা সকলেই চাই তোমরা আনন্দ নিয়ে কনসার্টটি উপভোগ করো যাতে কোন বিশৃঙ্খলা না হয়, তাই তোমরা যারা কনসার্টটি উপভোগ করার প্ল্যান করছো তারা অবশ্যই তাড়াতাড়ি টিকেটটি সংগ্রহ করে ফেলবে নাহয় শেষে যেকোন বিপত্তি সৃষ্টি হবে।

    On Stage

    Bagdhara

    Band

    Event Sponsors

    Organizer
    img

    Khulna Youth Classicists

    Event Policy

    1. A valid pass must be shown to gain access.

    2. One ticket allows only one entry; re-entry is not permitted.

    3. Student ticket holders must show a valid student ID at the gate.

    4. Carrying a valid ID is recommended for verification purposes.

    5. Gate will open at 3:30 PM and close at 6:00 PM; no entry after 6:00 PM.

    6. Anyone causing disturbance or security threat will be removed by authority.

    7. CCTV cameras will be operational throughout the event.

    8. Authority is not responsible for loss or theft of personal belongings.

    9. Power banks, chargers, Bluetooth speakers, and sharp objects are not allowed.

    10. Bags are not allowed; women may carry purses no larger than 10"x6".

    11. No outside food, drinks, drugs, or illegal substances are allowed.

    12. Tickets are non-refundable unless the event is cancelled; authority may change rules without notice.

    Zela Shilpokola Academy

    • Khulna